লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার আসলপাড়া এলাকার মেঘনা নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত এ মৃতদেহ উদ্ধার করা হয়। এরআগে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত অর্ধগলিত উলঙ্গ মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লাশের বয়স অনুমানিক ৩৫ বছর, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পড়নে একটি সেন্ডো গেঞ্জি ছিল। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায় নাই। লাশটি মায়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মিসু সাহা নিক্কন/বার্তা-09-01
1Share