লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। এরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার গুমতলী গ্রামের ঘোষের বাড়ির মিজানুর রহমানের স্ত্রী রুনু আক্তার (৪৫), তাদের ছেলে মিরাজ (৭), অটোরিকশা চালক লক্ষ্মীপুর সদরের উত্তর মজুপুর এলাকার কালু মিয়ার ছেলে সুমন (৪৫) এবং চাটখিলের শীলপাড়া গ্রামের মিলনের ছেলে মীর হোসেন (৭)।
আহত রুবি আক্তরকে (৩৪) নোয়াখালী জেনারেল হাসপতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবি আক্তার মীর হোসেনের মা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। এতে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। হাসাপাতালে নিলে আরও একজন নিহত হন। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যায়।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
0Share