প্রান্তিক পর্যায়ে আলেম-ওলামাদের সংগঠন “উপহার খেদমত সেন্টার বাংলাদেশ”র কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসময় মাওলানা কামরুল ইসলাম শাকেরকে সভাপতি ও হাফেজ সুলতান মাহমুদ ও মাওলানা মিজানুর রহমানকে সেক্রেটারি এবং হাফেজ মহিউদ্দিন, হাফেজ ক্বারী ইয়াছিন আরাফাত তামিম ও মাওলানা আব্দুল্লাহ ফয়েজীকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (১৫ আগষ্ট) কুমিল্লার রায়কোট দারুস সুন্নাহ মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে উপহার খেদমত সেন্টার বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ ইয়াছিন আরাফাত তামিম বলেন, একটি অরাজিৈনতক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকে গেলো ১০ বছর যাবত সারা দেশের প্রান্তিক পর্যায়ে আলেম-ওলামাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এ সংগঠনটি। সারা বাংলাদেশে এসংগঠনের প্রতিনিধিরা মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলেম-ওলামাদের খেদমত আদান-প্রদান করে যাচ্ছেন। দ্বীনি শিক্ষা প্রসারের জন্য এ সংগঠনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
প্রতিনিধি সমেমলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাহিনী দারুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি অলি উল্ল্যাহ, লাঙ্গলকোট কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা সোলাইমান মীর, রায়কোট দারুসসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসরাফিল, সোনাইমুড়ি কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুল্লাহ কামাল ও রায়কোট দারুসসুন্নাহ মাদ্রাসার সভাপতি আবদুল গফুর বিএসসি।
সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ শাহাদাত হোসেন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মুফতি মল্লিক বোরহান, হাফেজ মাওলানা ওমর ফারুক তৌহিদ ও হাফেজ মাও.আজীজুর রহমান, প্রচার সম্পাদক মাও. ইসমাইল হোসাইন, মাওলানা তারেক মাহমুদ সেনবাগ ও মাওলানা মাহবুবুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক হাফেজ আব্দুর রাজ্জাক রাজী, হাফেজ মাওলানা সানা উল্ল্যাহ, মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা মামুনুর রশীদ এবং সদস্য হাফেজ ওমর ফারুক ও মাওলানা ইব্রাহিমকে নির্বাচিত করা হয়।
এসময় অতিথিরা বলেন, উপহার খেদমত সেন্টার বাংলাদেশ একটি মানবিক সংগঠন যা বাংলাদেশ আলেম ওলামায়ে কেরামের সংগঠন। এই সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশে ৬৪টি জেলায় এই কার্যক্রম রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও উপহার খেদমত সেন্টার বাংলাদেশ এর কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন সংগঠনটির নেতাকর্মীরা।
এতিম ছেলেমেয়েদের সাহায্য ও সহযোগিতা করে বিশেষ করে পথশিশুদের লেখা পড়ার যাবতীয় খরচ বহন করে আসছে এই মানবিক সংগঠনটি জানালেন আয়োজকরা।
0Share