সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান উপস্থিত সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সময়ে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী দায়িত্ব যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন ওই সময় যা আদেশ দেন তা সবাই পালন করতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের করণীয় বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে তা আমরা পেয়েছি।
কমিশন যদি নির্বাচন আয়োজন করে তা হলে আমাদের অনেক দায়- দায়িত্ব বেড়ে যাবে। মনে রাখবেন দায়িত্ব পালনে ব্যর্থতা ও অবহেলা করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। রোববার এ সভায় পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, লক্ষ্মীপুর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে, তবুও আইনশৃঙ্খলা উন্নয়নে জনপ্রতিনিধি
সহ সব মহলের সহযোগীতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে পরিবেশ উন্নয়ন সম্ভব নয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফারুক হোসেন,সির্ভিল সার্জন ভারপ্রাপ্ত ডাঃ জাকির হোসেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
0Share