কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় রহস্যময় আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। কমলনগর উপজেলা দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনে।
এর আগেই বাজারের শহীদ ট্রেডার্স নামের একটি মুদি দোকান, এমআর মেডিকেল হল নামের একটি ফার্মেসি পুরো পুড়ে যায়। এসময় বাবুল স্টোর নামের চালের কুড়োর একটি গুদামের আংশিক ক্ষতি হয়।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি দোকানদার ও দমকল বাহিনী।
শহীদ ট্রেডার্সের মালিক মোঃ শাহিন জানায়, বুধবার মধ্যরাতে প্রথম বার তার মুদি দোকানে আগুন লাগে। এসময় পাশের দোকানদারা তাকে বাড়ি থেকে ডেকে এনে আগুন নিভিয়ে দেয়। এর প্রায় আধা ঘন্টার পর তিনি দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর আবার মোবাইলে কল পেয়ে বাজারে এসে দেখেন তার দোকানে দমকল বাহিনী এসে আগুন নিভাচ্ছে। মোঃ শাহিন আরো জানায়, তার দোকানে আগুন লাগার মতো কোন পরিস্থিতি ছিল না। দোকানে মশার কয়েল ছিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কিন্ত রহস্যজনক ভাবে আগুন লেগেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে পুড়ে যাওয়া এমআর মেডিকেলের মালিক মোঃ রুবেল ও মোঃ সেলিম জানায়, পাশের মুদি দোকানের রহস্যময় আগুন থেকে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। তাদের দুই ভাইয়ের দোকান এভাবে পুড়ে যাবে বলে মেনে নিতে পারছে না তারা। এ দু্ভাই দাবি করেন, এভাবে দোকানগুলো পুড়ে যাওয়ার পিছনে কোন রহস্য লুকিয়ে আছে। সেলিম জানায়, তাদের দোকানে প্রায় ১৫ লাখ টাকার ঔষধ মজুদ ছিল সব পুরোপুরি পুড়ে গেছে। এতে তারা একেবারে শেষ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আবু জাফর তালুকদার জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে বাজারের শতশত ঘরের মধ্যে মাত্র ২-৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে। অন্যদিকে ক্ষয়ক্ষতির বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি এ কর্মকর্তা।
106Share