লক্ষ্মীপুরের রামগতিতে গরু চুরি করতে গিয়ে দুই গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।এরমধ্যে একজন স্থানীয় ইউপি সদস্যের ভাই।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে দুই জনকে আটক করা হয়। এসময় ওই চক্রের আরো দুই সদস্য সাকিব ও রনি পালিয়ে যায়।
আটক আবুল কাশেম (৩০) উপজেলার চরগাজী ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ উদ্দিনের সৎ ভাই ও শাহে আলমের ছেলে এবং মো: ইউসুফ (২৮) একই এলাকার ইন্দ্রিস ব্যাপারির ছেলে।
স্থানীয়রা জানান, এ চক্রটি বিভিন্ন সময় চরাঞ্চল থেকে কৃষকদের গরু চুরি করে বিক্রি করে দেয়। তারা চুরি করে প্রতিটি গরু ২০ হাজার টাকা করে অন্যত্র বিক্রি করে দেয়।
চরগাজী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিনের সৎ ভাই আবুল কাশেম এরআগে দুটো গরু ও একটি মহিষ চুরি করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিসু সাহা নিক্কন/বার্তা
0Share