সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বিনাদোষে ২ বছর ৩ মাস জেলে খেটেছেন রামগতির হোসেন, পুলিশসহ ৪ জনের নামে মামলা

বিনাদোষে ২ বছর ৩ মাস জেলে খেটেছেন রামগতির হোসেন, পুলিশসহ ৪ জনের নামে মামলা

বিনাদোষে ২ বছর ৩ মাস জেলে খেটেছেন রামগতির হোসেন, পুলিশসহ ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে বিনাদোষে ২ বছর ৩ মাস কারাগারে বন্দি ও দুই মেয়েকে কারেন্টে শকট দিয়ে জবানবন্দি নেওয়ার বিচারের দাবিতে মো. হোসেন নামে এক জেলে আদালতে মামলা করেছেন। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তপাদারসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল রামগতি আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটওয়ারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে বিচারক মো. বেলায়েত হোসেন মামলাটি আমলে নিয়েছেন। মামলাটি তদন্ত করে আগামি ৬ জুন প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সিআইডি লক্ষ্মীপুর শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্ত্রী পারুল বেগমকে হত্যার অভিযোগে হোসেন ২৭ মাস জেল খেটেছেন। জেল থেকে বের হয়ে তিনি জানতে পারেন তার স্ত্রী ঢাকায় একটি বাসায় আত্মহত্যা করেছেন। হোসেন গ্রেপ্তার হওয়ার ৫ দিন পর তার স্ত্রী আত্মহত্যা করে। সেখানে তার স্ত্রীর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আদালতের নির্দেশনায় সিআইডির তদন্তে ঘটনার সত্যতা উন্মোচন হয়। সিআইডির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ৪ এপ্রিল একই আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন হত্যা মামলা থেকে ভূক্তভোগী হোসেনকে রেহায় দেই।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান তপাদার বর্তমানে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত অন্যরা হলেন মো. বাহার মিস্ত্রি, তার স্ত্রী হাজেরা বেগম ও ছেলে মো. বাবুল। পারুলের বাবা বাহার উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে পরিবার নিয়ে তিনি উপজেলার চরগাজী বয়ারচরের দিদার বাজার এলাকায় বসবাস করেন। বাহার বাদী হোসেনের শ^শুর।

বাদী মো. হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মা মারা গেছেন, আমি তাকে মাটি দিতে পারিনি। মিথ্যা অভিযোগে আমাকে জেলে আটকে রাখা হয়েছে। আমার মেয়েদেরকে কারেন্টের শকট দিয়ে আমার বিরুদ্ধে এসআই মজিবুর ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করেছে। আমি এর সুষ্ঠু বিচারের দাবিতে আদালতে মামলা করেছি।

অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তপাদারের মোবাইলফোনে কল করলে তিনি বলেন, আমি মামলাটি অল্প কিছুদিন তদন্ত করেছি। তখন হোসেনের স্ত্রী বেঁচে থাকার ঘটনাটি জানতাম না। পরে মামলাটি সিআইডি তদন্ত করে। তারা ঘটনার সত্যতা পেয়েছে। আর হোসেনের মেয়েদেরকে কারেন্টের শকট দেওয়ার বিষয়টি সত্য নয়। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্র ও আইনজীবী জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর বাড়ির পাশে সুজন গ্রামে বাংলালিংক টাওয়ারের পরিত্যক্ত টয়লেটে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। হাতের তিনটি তাবিজ দেখে পারুলের মরদেহ বলে চিহ্নিত করেন তার মা হাজেরা। পরে পারুলের বাবা মো. বাহার বাদী হয়ে জামাই হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ হোসেনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

প্রায় ২৭ মাস পর জামিনে বের হয়ে হোসেন তার স্ত্রী পারুলের আত্মহত্যার ঘটনা জানতে পারেন। পরে তিনি ঢাকার লালবাগ থানায় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা ও হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন। তখন থানা থেকে তাকে জানানো হয়, পারুলের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার ভাই মো. বাবুলের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। সব তথ্য-প্রমাণ নিয়ে ২০২২ সালের ১০ মার্চ হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি রামগতি আদালতে হাজির হন। আদালতের বিচারক নুসরাত জামান কাগজপত্র পর্যালোচনা করে ১৩ মার্চ হত্যা মামলায় জবানবন্দি দেওয়া হোসেনের দুই মেয়ে ঝুমুর আক্তার ও নূপুর আক্তারকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ঝুমুরকে উপস্থিত করা হয়। তখন ঝুমুর আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছে- মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান তফাদারের শেখানো কথাতেই সে তার বাবার বিরুদ্ধে জবাবন্দি দিয়েছে। এতে কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি লক্ষ্মীপুর জেলার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন সরদারকে নির্দেশনা দেন।
২০২২ সালের ১৬ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আশরাফ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়- ভিকটিম পারুল অন্য কোন ঘটনায় ২০১৯ সালের ১৯ অক্টোবর ঢাকার লালবাগ এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন। কিন্তু স্ত্রীকে হত্যার অভিযোগে ১৪ অক্টোবর হোসেনকে গ্রেপ্তার করে রামগতি থানা পুলিশ। তখন বাদী একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহকে নিজের মেয়ে হিসেবে শনাক্ত করে হোসেনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা করেছে। তদন্তকালীন ঘটনাটি প্রমাণিত হয়েছে। এতে মেয়ে জীবিত থাকার বিষয় সত্যতা গোপন রেখে মিথ্যে মামলায় হোসেনকে হয়রানি করার অভিযোগে বাদী বাহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া অজ্ঞাতনামা মহিলার মৃত্যুর রস্য ভবিষ্যতে উদঘাটিত কহলে মামলাটি পুনঃরুজ্জীবিত করা হবে।

মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেন পেশায় একজন জেলে। তিনি রামগতির আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বাসিন্দা। মৌসুমে বেশির ভাগ সময়ই তাকে নদীতে থাকতে হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি তার মা সৈয়দা খাতুন ও স্ত্রী পারুলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে রাগ করে পারুল তার বাবার বাড়িতে চলে যান। এর চার দিন পর বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ করেন তিনি। না পেয়ে স্ত্রীর খোঁজে তিনি থানায় একটি জিডিও করেন।
পারুলের বাবা মো. বাহার মিস্ত্রি বলেন, হাতের তিনটি তাবিজ দেখে পারুলের মরদেহ শনাক্ত করা হয়েছিল। আমরা জানতাম না পারুল ঢাকাতে আছে। ঢাকায় তার মৃত্যুর বিষয়টিও অজানা ছিল। আমার ছেলে বাবুলের কাছে সেই মরদেহ হস্তান্তরের কথা জানালেও তা সত্য নয়। জানতে চাইলে বাবুল এ বিষয়ে আমার কাছে এমনটিই জানিয়েছে। আমরা যদি সত্যটা জানতাম তাহলে কখনোই হোসেনের বিরুদ্ধে মামলা করতাম না।

এ বিষয়ে মো. বাবুলের সঙ্গে কথা বলার জন্য মোবাইল নম্বর চাইলে নেই বলে জানিয়েছেন বাহার।
প্রসঙ্গত, হোসেন আর পারুলের দ্বিতীয় সংসার ছিল। পারুলের প্রথম স্বামীর নাম আবুল কালাম। সে মেতাবেক ঢাকার লালবাগ থানায় অপমৃত্যুর মামলা ও ময়নাতদন্তের প্রত্যয়নপত্রে প্রথম স্বামীর নাম লেখা হয়েছে।

অপরাধ | আইন আরও সংবাদ

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

মেঘনায় ৩০ জেলের জরিমানা

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশু ওহিকে পাওয়া গেছে সড়কের পাশে

রামগতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com