লক্ষীপুরের রামগঞ্জে শিক্ষার্থীর পায়ে শিকল পরিয়ে নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র আরমানের পায়ে শিকল পরিয়ে সপ্তাহখানেক ধরে নির্যাতনের অভিযোগ উঠে দুই শিক্ষকের বিরুদ্ধে।
এঘটনায় শনিবার সকালে নিজ বাড়ী থেকে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ আশেক এলাহী তারেককে গ্রেফতার করা হয়। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী আরমান হোসেনের নানী পারভিন আক্তার এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭০ ধারায় থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আশিকুর রহমান তারেক লক্ষীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের দেওয়ান বাড়ির নুরুল আমিনের ছেলে ও প্রধান শিক্ষক শহীদুৃল ইসলাম রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামের ব্যবসায়ী ফজলুল করিমের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নানী পারভিন আক্তার জানান, নাতিকে আরবী শিক্ষা পড়াশোনা করার জন্য মাদ্রাসায় দিয়েছি। সেখানে যে শিকল পরিয়ে এমন নির্যাতনের ঘটনা ঘটে তা আমরা জানতান না। এমন অমানবিক ঘটনার জন্য জড়িত শিক্ষকদের বিচার দাবি করেন তিনি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
0Share