নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
গ্রাম্য শালিসী বৈঠকে বিচারের পরিবর্তে নানান অপবাদ দেওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষনের শিকার জান্নাত বেগম (১৬) এর আত্মহত্যার মামলার প্রধান আসামি মো. রাকিব হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় ইতিপূর্বে মো. হেলাল নামের একজনকেও গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
মামলা ও পরিবারসূত্রে জানা যায়, উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চর কলাকোপা গ্রামের সেলিনা আক্তারের মেয়ে জান্নাত বেগমের সাথে প্রতিবেশী মো. খবিরের ছেলে মো. রাকিবের সাথে গত ৬-৭ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্পর্কের জের ধরে শনিবার (১ মার্চ) গভীর রাতে জান্নাতের বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে তাকে। এ সময় জান্নাতের মা সেলিনা আক্তার টের পেলে রাকিব পালিয়ে যায়। ইতিপূর্বে বিয়ের প্রলোভন দিয়ে রাকিব আরো কয়েকবার ধর্ষণ করেছে বলে জান্নাত তার মাকে জানিয়েছে। ঘটনাটি তাৎক্ষনিক রাকিবের বাবা-মাসহ পরিবারের লোকজনকে জানালে তারা বিষয়টি কাউকে না বলার জন্য বারণ করে এবং জান্নাতকে রাকিবের বউ করার আশ্বাস দেন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের লোকজন ও অভিযুক্ত মো. হেলাল, মো. আজাদসহ বেশ কয়েকজন মিলে গত মঙ্গলবার শালীস বৈঠকের আয়োজন করে। বৈঠকে মো. বাশার, জামশেদ উদ্দিনসহ অভিযুক্তরা জান্নাতকে চরিত্রহীনাসহ বিভিন্ন ধরণের অপবাদ দেয়। বিষয়টি মীমাংসা না করে অভিযুক্তরা উল্টো নানান হুমকি ধামকি দিতে থাকে জান্নাত ও তার পরিবারকে।
বৃহস্পতিবার (৬মার্চ) সকালে জান্নাতকে বাড়িতে রেখে বাড়ির পাশে ফসল দেখতে যায় তার মা সেলিনা। এসময় হেলাল তাদের বাড়িতে গিয়ে জান্নাত ও তার মা সেলিনার চুল কেটে এলাকায় ঘুরাবে বলে হুমকি দেয়। ঐ দিন বেলা ১২টার দিকে বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় জান্নাত। পরিবারের অভিযোগ, বিচার না পাওয়া এবং নানান হুমকি ধামকি এবং অপমান সইতে না পেরে জান্নাত আত্মহননের পথ বেছে নিয়েছিল জান্নাত।
এ ঘটনায় ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মো. রাকিবসহ ১২ জনের বিরুদ্ধে শুক্রবার রামগতি থানায় মামলা দায়ের করেছেন জান্নাত বেগমের মা সেলিনা আক্তার।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন জানান, এই ঘটনায় রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল আসামি রাকিবকে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
179Share