মোশারেফ হাওলাদার : লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌরাস্তা ক্লাবের আংশিক কমিটি করা হয়েছে। এতে এস এম আজাদ কে সভাপতি মোঃ সোহেল আদনান কে সাধারন সম্পাদক জহিরুল হক বাবু সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান কে সিঃ যুগ্ন সাধারন সম্পাদক ও মোঃ বায়েজিদ ভূইয়া কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
স্থানীয় ভাবে জানা গেছে, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অংঙ্গনের সুপরিচিত চৌরাস্তা ক্লাব। চৌরাস্তা ক্লাব দীর্ঘদিন থেকে জেলা ফুটবল লীগের চ্যাম্পিয়ন হয়ে আসছে। এক সময় জেলার যে কোন খেলাধুলার কথা বলতে ভবানীগন্জ ইউনিয়নের চৌরাস্তা ক্লাবের বেশির ভাগ খেলোয়াড় দিয়ে জেলা দল গঠন করা হতো। দীর্ঘদিন থেকে জেলা ক্রীড়া সংস্থার কোন খেলাধুলার আয়োজন না থাকার কারনে সব ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনরা জিম্মিয়ে পড়ছে।
চৌরাস্তা ক্লাবের দীর্ঘদিন কোন কার্যক্রম না থাকার কারনে জেলার সাবেক খেলোয়াড় দের কে নিয়ে নতুন করে কমিটি করা হয়। নতুন কমিটি হারিয়ে যাওয়া সকল খেলাধুলা কে নতুন করে পিরিয়ে আনবে ও ক্লাবের আগের ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং জেলা ব্যাপি সব খেলার ইভেন্ট অংশগ্রহণ করবে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল আদনান বলেন, খেলাধুলার চর্চার বাইরে প্রান্তিক এই বহৎ অংশে তরুণরা যে খেলাধুলায় আগ্রহ হারাচ্ছে সেটি নিয়ে কাজ করতে হবে। এটাকে উজ্জীবিত করাই আমাদের বড় চ্যালেন্জ।
নবগঠিত কমিটির সভাপতি এসএম আজাদ বলেন, আগে দেখা যেত স্কুল-কলেজের মাঠগুলোই ছিল এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার প্রাণকেন্দ্র। এখন স্কুল কর্তৃপক্ষ স্কুলের সময় শেষে সেই মাঠগুলোও তালাবদ্ধ করে রাখে। খেলাধুলায় উৎসাহ নেই কোথাও। গ্রামের মাঠগুলোও এখন ফাঁকা পড়ে থাকে। জেলা, উপজেলা পর্যায়ে একের পর এক স্টেডিয়াম হচ্ছে, কিন্তু তরুণরা ক্রীড়ামুখী হচ্ছে কতটা।ক্রীড়া সংস্থা গুলো থেকে দুনীতি প্রতিরোধের মতো বিষয়গুলোর পাশাপাশি খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দিকেও মনোযোগ আকর্ষণ করতে হবে ছোটবেলায় আমিও দেখেছি স্থানীয় খেলাধুলার একটা উন্মাদনা ছিল, এখন দেখি মাঠগুলো খালি পড়ে থাকে।
1Share