তাবারক হোসেন আজাদ: রায়পুর-ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহসড়কের উপজেলার পরিষদের চেয়ারম্যানের বাড়ীর সামনের ধসেপড়া সড়কটি ৩ মাসেও মেরামত করছেনা বলে অভিযোগ পাওয়া গেছে সড়ক ও জনপথের কর্মকর্তাদের বিরুদ্ধে। এতে ওই সড়কে প্রায় ঘটছে দূর্ঘটনা। ঝুকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। কর্তৃপক্ষ বলেছেন সড়কটি মেরামত সময়ের কারণে হচ্ছে না।
জানাযায়, প্রায় ৩ মাস আগে চালতাতুলি এলাকার উপজেলা পরিষদের চেয়ারম্যান বাড়ীর সামনের সড়কের মোটা একটি সৃষ্টি গাছ প্রাকৃতিক কারনে ধসে পড়ে। এতে ছোট বড় কয়েকটি দূর্ঘটনা ঘটে এবং শিশুসহ ৫জন আহত হয়। সড়কটি মেরামতের জন্য কয়েকদিন সড়ক ও জনপথের কর্মকর্তাদের বলা হয়। কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সড়কটি মেরামত করছেনা। এতে করে ওই সড়কে রায়পুর-ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরিন সড়কে বিভিন্ন পরিবহনগুলো ঝুকিনিয়ে চলাচল করছে।
ওই সড়কে চলাচলকারী ইকনো পরিবহনের চালক মো. সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ওইস্থানে রাতের বেলায় একটি অটোরিক্সাকে পাসকেটে রায়পুর আসার সময় গর্তে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা শিশুসহ ৫যাত্রী মারাত্মক আহত হয়। কিন্তু সড়কটি মেরামত করার জন্য কয়েকজন চালক উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল বলেন, গত ৩ মাস আগে প্রাকৃতিক কারনে সড়কের পাশে থাকা একটি মোটা গাছ উপড়ে পড়ে। কয়েকবার সড়ক ও জনপথের কর্মকর্তাদের মেরামত করার জন্য বলেও তারা শুনছেন না।
যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলি মজিবুর রহমান মোবাইল ফোনে জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে সড়কটির ধসে পড়া অংশটি মেরামত করা সম্ভব হয়নি। শিঘ্রই তা মেরামত করা হবে।
0Share