প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কর্মরত সব মৎস্য কর্মকর্তার পূজা ও ঈদুল আযহার ছুটি বাতিল ঘোষণা করে স্ব স্ব এলাকা থেকে আগামী (১৩- ২৩ অক্টেবর) মৎস্য অভিযান পরিচালনা করে সরকারের গৃহিত প্রদক্ষেপ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা একে এম মোশারফ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ লিখিত পত্রের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে। ফলে আগামী ১৩ থেকে ২৩ অক্টেবর জেলার ৫টি উপজেলার সব মৎস্য কর্মকর্তা ও তাদের অধিনস্ত অন্যান্য কর্মকর্তার পূজা ও ঈদুল আযহার ছুটি বাতিল করা হয়েছে। নিষিদ্ধ সময়ে সরকারের গৃহিত প্রদক্ষেপ সফল ভাবে বাস্তবায়নের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাসুদুর রহমান জানান, তারা ছুটি বাতিল বিষয়ে একটি নির্দেশনা পেয়েছেন।
0Share