কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে উদ্বোধন করা হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪।
রবিবার (১৪ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, নার্সারীর মালিক, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিগণ মেলার ষ্টল পরিদর্শন শেষে কৃষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করেন।
এরপর ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি উফশী বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ উপজেলায় মোট ৪ হাজার ৯ শত কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উল্লেখ্য: বিভিন্ন কন্দাল ফসলের একটি সুন্দর স্টল রাখা হয়। মেলায় নানান প্রজাতির গাছের চারা নিয়ে নার্সারী মালিকরা ষ্টল সাজিয়েছেন ১৩ টি ও কৃষি দপ্তরের ৩ টি ষ্টল সহ মোট ১৬ টি ষ্টল নিয়ে চলছে জমজমাট কৃষি মেলা-২০২৪। এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
মিসু সাহা নিক্কন/news editorজুলাই-২০২৪ইং
0Share