লক্ষ্মীপুরের রামগতিতে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মাছের আহরণোওর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। এতে ২৫ জন সামুদ্রিক জেলে নিয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩ ব্যাচে ৭৫জন জেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সমাপ্তি হয় ৩য় ব্যাচের।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ চলাকালে অনলাইনে সংযুক্ত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মো: মিজানুর রহমান।
এ প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন রামগতির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান এবং মেরিন ফিশারিজ অফিসার রুহুল কবির। এসময় দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে, মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগত ও পরিমাণগত ক্ষতি এবং এ ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহায়তার আহ্বান জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান।
0Share