সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার (এসএসসি) মূল্যায়ন–কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, লিখিত অংশ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক অংশ ৩৫ শতাংশ। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না।

মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরও সহজ করে বললে হাতে-কলমে কাজ।

তবে ফলাফলের (রিপোর্ট কার্ড) বিষয়টি সহজে বোঝার জন্য সাতটি স্কেলের ঘরে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। সাত স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, মূল্যায়ন–কাঠামো অনুমোদন দিতেসোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়, তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাস করতে হবে। আর তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া যাবে না।

লিখিতি ও কার্যক্রমভিত্তিক—এই দুই ভাগে মূল্যায়ন ।

কার্যক্রমভিত্তিক (অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি) বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন।

নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর অধীনেই এখনকার মতো কেন্দ্রভিত্তিতে হবে এই পরীক্ষা বা মূল্যায়ন।

মাদ্রাসা ও কারিগরির বিশেষায়িত বিষয়ে আগের নিয়মে পরীক্ষা:

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষায় ৫টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষায় ৫টি বিশেষায়িত বিষয়ের বই এখনো লেখা হয়নি। তাই এসব বিষয়ে আরও দুই বছর সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। আগামী দুই বছর বিশেষায়িত বিষয়গুলোতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। এর মধ্যে বই রচিত হলে পরের বছর থেকে একই পদ্ধতিতে পরীক্ষা হবে। বই রচনার পর নতুন পদ্ধতি পুরোদমে চালু হবে।

শিক্ষা আরও সংবাদ

রামগতিতে আ’লীগ নেতাদের দিয়ে কলেজের গভর্নিং বডি গঠনের গোপন বৈঠক; স্থানীয়দের ক্ষোভ

ভবানীগঞ্জে গীতা শিক্ষা নিকেতন এর বর্ষপূর্তিতে পুরস্কার বিতরণ বিদায়ী সংবর্ধনা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে লক্ষ্মীপুরে সেমিনার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিল্লাল ও তাঁর বাবাকে সংবর্ধনা দিলো এলাকাবাসী

লক্ষ্মীপুরে বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্যোগে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স চালু

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কমলনগরের অদম্য মেধাবী কৃষক কন্যা শিমা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com