নিজস্ব প্রতিনিধি: সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জের লাইফ শাইন একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। লাইফ শাইন একাডেমীর পরিচালক এস আর রানা চৌধুরীর সঞ্চালনায় এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রাজিব চক্রবর্তী প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও কয়েকশ শিক্ষার্থী।
শাহ আলম চৌধুরীর নাতি এস আর রানা চৌধুরী জানায়, দীর্ঘ বহু বছর যাবত এ বৃত্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেনী কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।
চলতি পরীক্ষায় ৪০টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ক্যাটাগরীতে ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতকার্য হয়।
প্রধান অতিথি জামশেদ আলম রানা বলেন, “প্রতিটা শিক্ষার্থীদের সাথে বিভি-ন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড, কিন্তু আমার কাছে মনে হয় প্রাথমিক শিক্ষাই জাতির মেরুদন্ড।”
অনুষ্ঠান শেষে প্রদান অতিথি কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ বিতরণ করেন।
61Share