নদী আর প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ আমাদের লক্ষ্মীপুর। যেখানে দেখা মেলে মানুষের বিচিত্র জীবনের। প্রাকৃতিক পরিবেশের মাঝে জীবিকা নির্বাহ করছে এখানকার লাখো মানুষ।
মেঘনা এ সব মানুষের জীবিকার প্রধান কেন্দ্রবিন্দু। নদীর মোহনায় উত্তাল টেউয়ের তালে তালে নাচে বিভিন্ন ডিজাইনের নৌকা। যা দেখে মুগ্ধও হতে হয়।
ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসের ভয়কে পেছনে ফেলে এখানকার মানুষের জীবন চলে সংগ্রামের মধ্যে। তবুও মাথা নোয়াবার নয়। দিনশেষে সন্তানদের মুখে হাসি ফোটানো, আগামির স্বপ্ন বুনার জন্য হাড়ভাঙা পরিশ্রম করেন এখানকার জেলেরা।
প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ আমাদের এ লক্ষ্মীপুরের মানুষের জীবনের গতিপ্রবাহ সব সময়ই সংগ্রামের। তাই দেশ সৃষ্টিতে এখানের মানুষের অবদানও লক্ষ করার মতো।
উপকূলীয় অঞ্চল হওয়াতে এখানকার মানুষের মাঝে সৃজনশীলতার বৈশিষ্ট্যেরও দেখা মেলে। সেজন্য এখান থেকে দেশ পেয়েছে বেশ কয়েকজন কীর্তিমান লেখক ও সাংবাদিক।
নদী আর প্রকৃতির অপরূপ দৃশ্য এখানকার মানুষের জীবনের গতিপ্রকৃতির সঙ্গে মিশে আছে। এ জন্য নদীর মতই এখানকার মানুষের জীবন গল্প বয়ে চলে। লক্ষ্মীপুর জেলার বিখ্যাত একটি স্লোগান, “নারিকেল-সুপারি ভরপুর, সয়া-ইলিশের লক্ষ্মীপুর”।
0Share