লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক সভাপতি প্রফেসর জেড. এম ফারুকী বলেন, যুক্তরাজ্যের গ্লাসগোতে শুরু হতে যাওয়া কপ-২৬/জলবায়ু সম্মেলনকে প্যারিস চুক্তি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাক-শিল্পায়ন সময় থেকে বৈশি^ক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ১৯৬টি দেশ প্যারিস চুক্তিতে সম্মত হয় ছয় বছর আগে। কিন্তু চুক্তি বাস্তবায়নের পথরেখা চূড়ান্ত করতে পারেনি দেশগুলো।
ইতোমধ্যে তাপমাত্রা প্রাক-শিল্প যুগ থেকে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। প্রফেসর ফারুকী বলেন, বৈশি^ক তাপমাত্রা বৃদ্ধি এবং অধিক কার্বন নিঃসরণ বিশ^ব্যাপী ঘনঘন বন্যা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড় এবং দাবনলের ঘটনা বাড়িয়ে দিয়েছে অস্বাভাবিক ভাবে। এমন বাস্তবতায় বৈশি^ক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ব্যবহার ও রপ্তানি বেড়েছে এবং অর্থায়ন বৃদ্ধি পেয়েছে কয়লাভিত্তিক জ¦ালানি প্রকল্পে। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য জ¦ালানি প্রসারে প্রযুক্তিগত সহায়তা এবং ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্রুত উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল হিসেবে প্রদানে জলবায়ু পরিবর্তনের জন্য মুখ্যত দায়ী শিল্পোন্নত দেশসমূহ ব্যর্থ হয়েছে।
সার্বিকভাবে প্যারিস চুক্তি বাস্তবায়নে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রদত্ত অঙ্গীকার প্রতিপালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিতে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। প্রফেসর ফারুকী তার বক্তব্যে বৈশ্বিক জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জিসিএফের প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা বন্ধে সমন্বিত ও কার্যকর দাবি উত্থাপন করার আহবান জানান। আর নয় কয়লভিত্তিক জ¦ালানি: নবায়নযোগ্য জ¦ালানি লক্ষমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ; এ শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর এর উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিআইবি, লক্ষ্মীপুরের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহবায়ক কার্তিক সেনগুপ্ত, সনাক সহসভাপতি পারভীন হালিম ও মাসুদুর রহমান খান ভুট্টু, সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান এবং সুলতানা মাসুমা বানু। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।
এছাড়াও উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, সনাক- লক্ষ্মীপুর এর অন্যান্য সদস্য, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
ব
0Share