স্টাফ করেসপন্ডেন্ট | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুর জেলার কমলনগরের চর কালকিনি ইউনিয়নে অবৈধ ইটভাটা বন্ধ করার পর আবারও মালিক পরিবর্তন হয়ে সেই ইটভাটা চালু কারার প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে চর কালকিনির ১নং ওয়ার্ডের বন্ধ শামীম ব্রিকসের সামনে এই মানববন্ধন করেন স্থানীয় শতাধিক মানুষ। তাদের দাবী গত বছরে অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে জরিমান দিতে হয় তাদের। এবং সেই সময়ে ভাটার কাজ বন্ধ করেন কমলনগর উপজেলা প্রশাসন। তবে তা আবারও মালিকানাসহ নাম পরিবর্তন করে “আমানত ব্রিকস” নামে কাজ শুরু করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় আবুল কালাম, ইব্রাহিম সুমন, তারেক সোলাইমান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, ডা.করিম হোসেন ও মো. ইউনুস প্রমুখ।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কালকিনি ইউনিয়নে ১নং ওয়ার্ডের জনবসতি এলাকায় বাংলা ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশপাশের ফসলি জমির মাটি কেটে ভাটায় আনাতে দিন দিন ফসলের আবাদ কমে যাচ্ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।
আবুল কালাম বলেন, ইটভাটার ধোয়ার কারণে আমাদের শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে। এছাড়া চর্মরোগেও আক্রান্ত হতে হচ্ছে। এ ইটভাটা আমাদের পরিবেশের ক্ষতি করছে। সরকারের কাছে আবেদন, যেন এই ভাটার চলমান কাজ বন্ধ করে দেওয়া হয়।
ঐ এলাকার তারেক সোলাইমান বলেন, প্রায় দুই বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় বাহার পটোয়ারীর ইটভাটা কার্যক্রম চলছে। ইটভাটার ধোঁয়া পরিবেশ দূষণ হচ্ছে। এলাকা নারিকেল-সুপারিসহ বিভিন্ন গাছে ফল ধরা কমে গেছে। ইটভাটার ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দা ও শিক্ষার্থীরা নানান রোগে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাটা এলাকার একাধিক মানুষ জানান, বন্ধ থাকা ভাটার মালিক বাহার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। টাকা দিয়ে ম্যানেজ করে ভাটা পরিচালনা করতেন তিনি। তখন এলাকাবাসীর আন্দোলনে বন্ধ হয়ে যায়।
এখন আবার জনবসতিপূর্ণ এলাকায় ভাটা পরিচালনা করতে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির নেতাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস জানান, অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে গত বছর শামীম ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এবং বর্তমানে নাম পরিবর্তন করে আমানত ব্রিকস নামে চালু করার তথ্য জানতে পেরেছি। এবং দ্রুত তার কাজ বন্ধ করে দেওয়া হবে।
পূর্বের মালিক “শামীম ব্রিকস” আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমান “আমানত ব্রিকসে”র মালিক মহি উদ্দিনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
47Share