লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ বেড়িবাঁধের স্লইচগেইট অকেজো কয়েক বছর ধরে অন্যদিকে অর্ধেক ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। টানা বৃষ্টি ও অধিক জোয়ারের ফলে এখন বেড়িবাঁধ টিকিয়ে রাখাও দায় হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে দিনব্যাপি ভাঙ্গা অংশ মেরামতের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সদস্যরা। এতে এলাকাবাসীও সহযোগিতা করেন তাদের।
চরলক্ষ্মী এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার স্লইচগেইট অকেজো হওয়ায় প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ বাঁধ মেরামতের চেষ্টা করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মিসু সাহা নিক্কন/বার্তা/08/24
2Share