সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় ঢাকায় বর্ণাঢ্য মিছিল

লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় ঢাকায় বর্ণাঢ্য মিছিল

লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় ঢাকায় বর্ণাঢ্য মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নানকে অভিনন্দন জানিয়ে ঢাকায় বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গলবার (৮জুন) সকাল ১১টায় ঢাকার প্রেসক্লাব ও পল্টন এলাকায় ঘোড়ার গাড়ি ও ব্র্যান্ড বাজিয়ে ব্যতিক্রম এ মিছিলের আয়োজন করে”কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ এর আহবায়ক, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, আওয়ামীলী‌গের যুব ও ক্রীড় বিষয়ক কে‌ন্দ্রেীয় উপক‌মি‌টি সদস্য আবদুজ জা‌হের সাজু, ঢাকাস্থ কমলনগর কল্যাণ স‌মি‌তির সভাপ‌তি এমএইচ খান মিরন, ঢাকাস্থ কমলনগরের বাসিন্দা শামীম হাসনাইন, আফজল হোসাইন (অনিক), শাহীনুল ইসলাম (সুমন), কাউছার র‌শিদ , রিদওয়ান উল্লাহ, মো: রা‌কিব হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, স্বপ্নের নদী বাঁধ প্রকল্প পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা, মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এবং মাননীয় সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৪) মেজর (অবঃ) আবদুল মান্নান মহোদয়ের নিকট কৃতজ্ঞ লক্ষ্মীপুরের দু উপজেলার মানুষ।
সে সাথে তারা দাবী করে জানান, যদি ঠিকাদার দিয়ে বাঁধ নির্মান করা হয়; তবে ১ বছরের মধ্যে বাঁধ ভেঙ্গে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হতে পারে। এতে লাভবান হবে স্থানীয় কিছু দুর্নীতিবাজ মানুষ। তাই বক্তারা সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোরালো দাবী জানান।

স্থানীয় ভাবে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত এলাকায় ৩ হাজার ৮৯.৯৭ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার নদী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে এ বর্ণাঢ্য মিছিল করা হয়। মিছিলে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার ঢাকাস্থ নাগরিকরা অংশ নেয়। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক গত ১ জুন তারিখে উক্ত প্রকল্প অনুমোদন দেয়।

অন্যদিকে গত ৩০ বছরের অধিক সময় ধরে মেঘনার ভয়াবহ ভাঙ্গনে রামগতি ও কমলনগর উপজেলা বাংলাদেশের মানচিত্র থেকে বিলীনের পথে। নদী বাঁধের দাবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিল। তবে বিগত ২০১৫ সালের পর থেকে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামের  সংগঠনটি প্রায় নিয়মিত ভাবে স্থানীয় এলাকা, জেলা শহর ও ঢাকায় গোল বৈঠক টেবিল, মানববন্ধন, মিছিল, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা গঠনমূলক কর্মসূচী পালন করে আসছে। সেই সকল কর্মসূচী স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় গুরুত্ব দিয়ে প্রচার হয়ে আসছিল।

কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ: লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় তরুণদের সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ । অরাজনৈতিক সংগঠন হিসেবে ২০১৫ সালের পরে এ সংগঠনটির সূচনা হয়। শুরু থেকেই নদী ভাঙ্গন ইস্যু ও নদী ভাঙ্গন নিয়ে যে কোন অসঙ্গতি তুলে ধরছে এ সংগঠনের তরুণ ও যুবকরা। সংগঠনটির উদ্যোগে নদী ভাঙ্গন ইস্যুতে উপজেলা, জেলা এবং ঢাকা শহরে মানববন্ধন, মিছিল ও বহু  শোভাযাত্রা করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী এ সংগঠনকে বিভিন্ন সময় নদী ভাঙ্গনের পাহাদার সংগঠন নামেও অভিহিত করেছে বলে জানিয়েছে সংগঠনটির সাথে জড়িতরা।

নদীভাঙন | জলসম্পদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নদী খাল উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে; জেলা নদী রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক

লক্ষ্মীপুরের নদী খালের সংখ্যা প্রকাশ, নামকরণ এবং দখলমুক্তকরণে অ্যাডভোকেট সাত্তারের আবেদন

স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ মেরামতে কাজ করছে ছাত্ররা

জোয়ারের পানিতে কমলনগর-রামগতিতে বীজতলা ও কাঁচা-পাকা সড়কের ব্যাপক ক্ষতি

টানা জোয়ারের পানিতে ডুবেছে মেঘনার উপকূল

‘চেয়ারম্যান-মেম্বার আইসা দেইখা গেছে, কোনো সহযোগিতা দেয়নি’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com