রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর অব্যাহত ভাঙন রোধের দাবিতে বুধবার দুপুরে স্থানীয় কলেজ ছাত্রদের সমন্বয়ে ‘নদীভাঙন রোধ চাই মঞ্চ’ ব্যানারে ইউএনও কার্যালয় ঘেরাও করার একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপজেলা কমপ্লেক্স ভবনের নিচতলার ৬টি কার্যালয় ভাংচুর করে। একইসাথে বিক্ষুব্ধরা কার্যালয়ের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রামগতি- লক্ষ্মীপুর ও রামগতি- সোনাপুর সড়ক দুইটিতে অবরোধ সৃষ্টি করে। সকাল ১১টা থেকে বেলা সোয়া ১ টায় পর্যন্ত পর্যন্ত অবরোধ চলছিল। একইসময় স্থানীয় চরআলেকজান্ডার বাজার সহ রামগতি পৌরসভার সকল দোকানপাট, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রামগতির ইউএনও আসম হাসান আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১ টার দিকে স্থানীয় আ স ম আবদুর রব সরকারি কলেজ, চরআলেকজান্ডার আলীয়া মাদ্রাসার সহ স্থানীয় প্রতিষ্ঠানের ছাত্ররা নদীভাঙন রোধের দাবিতে মিছিল নিয়ে তার কার্যালয়ে আসে। এসময় মিছিলকারীদের কয়েকজনকে ডেকে নিয়ে এর দু’দিন আগের তাদের দেওয়া স্মারকলিপির অগ্রবর্তীকরণ সম্পর্কে অবহিত করছিলেন ইউএনও নিজেই। ওইসময়ই নিচে অবস্থানকারী কয়েক’শ বিক্ষুব্ধরা বিনা কারণে তার কার্যালয়ের নিচ তলায় উপজেলা মৎস্য অফিস সহ ৬টি অফিস কক্ষের দরজা-জানালার ব্যাপক ক্ষতিসাধন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারী বিক্ষুব্ধ ছাত্র-জনতার ইটপাটকেল নিক্ষেপে ইউএনও কার্যালয়ের নিচ তলায় ক্ষতিগ্রস্ত অফিসগুলো হচ্ছে, উপজেলা মৎস্য অফিস, সমবায় অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস সহ ৬টি অফিস। ওই ৬ টি অফিস কক্ষেরই দরজা-জানালার ব্যাপক ক্ষতিসাধন করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ কোনমতে আত্মরক্ষা করেন।এদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার কারো সঠিক নেতৃত্ব না থাকার কারণে বক্তব্য নেওয়া যায়নি।
0Share