নিজস্ব প্রতিবেদক : গেল পাঁচ দশকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার। বৃষ্টিপাত কম হবার কারণে এভাবে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ১৯৬০ সালের ৩০ এপ্রিল। এই হিসেবে গত ৫৪ বছরে ঢাকায় আজ দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো।
তবে বৃহস্পতিবার সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেছেন, চলতি মাসে ঢাকার অধিকাংশ এলাকায়ই ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কম বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা বাড়ছে এভাবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এ মাসের ২৭ তারিখের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন শাহ আলম।
0Share