সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রায়পুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রায়পুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামরা ও গাড়ি ভাংচুরের দায়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নব নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি হাওলাদার নুরে আলম জিকু রবিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে মামলার বিষয় নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এর আগে রায়পুর থানায় মামলাটি দায়ের করেন হামলার শিকার হওয়া এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান। মামলায় নাম উল্লেখিত অপর আসামিরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামের মোঃ রিপন, মিশর এবং জুয়েল।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট চলাকালীন সময় রবিবার দুপুরে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাইয়ার চর দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করে ক্যামরা, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে ভাংচুর করা হয়। এসময় রাস্তায় থাকা তাদের গাড়িও ভাংচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে । পরে তারা গিয়ে রায়পুর উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

অন্যদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি অডিও ক্লিপের অপর প্রান্তের একজনকে সাংবাদিকের ক্যামরা কেড়ে নেয়ার নির্দেশ দেয়ার পরপরই তুমুল হৈ চৈ ও হামলার শব্দ শোনা যায়। পরে আহত অবস্থায় এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ এবং ইসমাঈল হোসেন বিপ্লবকে উদ্ধার করে স্থানীয়রা। এসএ টিভির সাংবাদিক মাহফুজুর রহমান শুভ জানান, ওই অডিও ক্লিপের নির্দেশ দেয়া ব্যক্তিটি নব নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু ছিল। তিনি অভিযোগ করে আরো জানান, ওই সময় চেয়ারম্যানের নির্দেশে তার ভাড়াটে বাহিনী হামলা করে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ইতোমধ্যে হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে একজন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের  সভাপতি লিটন, সম্পাদক আরিফুর রহমান

এশিয়ান টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি জুনায়েদ

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি হেলাল; সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ

লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com