নিজস্ব প্রতিনিধ: বন্যাকবলিত লক্ষ্মীপুরের দুটি আশ্রয়কেন্দ্রে থাকা ১৫০ জন ব্যক্তিকে রান্না করা খাবার বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেরাজ চৌধুরী। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভার ১০ ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে এসব খাবার বিতরণ করা হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
রান্না করা খাবার পেয়ে খুশি হন আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজন।
আসমা নামের একজন বলেন, গত কয়েকদিন দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। শুকনা খাবার এবং মাঝেমধ্যে খিচুড়ি খেয়ে দিন কেটেছে। আজ পেট ভরে রান্না করা ভাত খেলাম।
এদিকে রান্না করা খাবারের বাইরে মেরাজ চৌধুরীর উদ্যোগে বিভিন্ন ব্যাক্তিদের সহযোগিতায় জেলার বন্যাদুর্গত অনেক পরিবারকে শুকনা খাবারসহ ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, মোমবাতি, মুড়ি, বিস্কুট, মশার কয়েল, দেশলাই, খাবার স্যালাইন, বোতলজাত পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
মেরাজ চৌধুরী বলেন, এ দুর্যোগ মুহুর্তে আমরা বন্যার্তদের পাশে আছি। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে আমরা জনগণের পাশে আছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
44Share