লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান যোগদানের পর রামগতি উপজেলায় পরিদর্শনে এসে মতবিনিময় সভা করেছেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিওকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়াারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।
এরআগে তিঁনি আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমার যারা মোবাইল চালাতে পারো, তোমরা নিশ্চয়ই জেনে নিয়েছ দেশ এখন ডিজিটাল হয়ে মধ্যম আয়ের দেশে স্বীকৃতি পেয়েছে। এখন ৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাজ এখন মোবাইল দেখা বন্ধ রেখে শুধুই পড়া লেখা করা। তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। পরে, তিঁনি বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শন করে পাঠদানের খোঁজখবর নেন। এছাড়াও তিঁনি রামগতি পৌরসভার নব-নির্মিত ভবন ও থানা পরিদর্শন করেন।
মিসু সাহা নিক্কন/বার্তা-08-23
57Share