নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ৪দিন ব্যাপী শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের ধর্মী উৎসব রাসপূর্নিমা। লক্ষ্মীপুর সদর উপজেলা বটতলী বর্ধন বাড়ীর শ্রী শ্রী সত্য নারায়ন সেবাশ্রম মন্দির আয়োজনে বাৎসরিক মহানামযজ্ঞ মহোৎসব চলবে আগামী রোববার পর্যন্ত। রাসপূর্নিমা উপলক্ষে ২০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ও মহোৎসব অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বেদবানি পাঠ,গঙ্গা আবাহন উৎসব অধিবাস, মহানামযজ্ঞ, কীর্তন ও সত্য নারায়ন পূজা। মন্দির কমিটির সভাপতি বিজন বর্ধনের নেতৃত্বে উৎসবে ঢাকের ঢোল, কাসের ঘন্টা আর উলুধ্বনিতে মুখরিত পুরো মন্দির। প্রতিদিন দুপুরে ও রাতে ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাধ।
উৎসবে লক্ষ্মীপুর ছাড়াও শরিয়তপুর, ফরিদপুর, বাগেরহাট, ঢাকা,মাদারীপুর ও কিশোরগঞ্জসহ মোট ৬টি জেলার কীর্তনীয়া দল অংশ গ্রহন করে। এ উপলক্ষে ৪দিন ব্যাপী বসেছে গ্রামীন মেলা, বিভিন্ন পন্যের পসরা সজিয়ে বসেছে এসব দোকানিরা। উৎসবকে ঘিরে পুরো সোবশ্রম মন্দিরে আলোকস্বজ্জা সজ্জিত করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে এসে কীর্তন, আরাদনা ও বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশ নেয় ভক্তবৃন্দ।স্ব
0Share