রায়পুর প্রতিনিধি: এবার ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণের সুযোগ রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে মাওলানা সাইয়্যেদ আহমাদ জাবিরী আল মাদানী (রহ.) এর ৫৩তম আজিমুশ্শ্বান ইছালে ছাওয়াব ও ঈদে মিলাদুন্নাবী (সা.) মাহফিল শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ ডিসেম্বর)। হায়দরগঞ্জ ঐতিহাসিক তাহেরিয়া রচিম উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ৫ দিন ব্যাপী এ মাহফিল । রোববার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলটি শেষ হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা:) মাওলানা ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন মাওলানা মোল্লা নাজিম উদ্দীন, মাওলানা আবু নসর আশরাফী, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা রফিকুল্লাহ আফসারী, মুফতি ছাইয়্যেদ তাহের আহমদ জাবেরী, ড একেএম ফজলুল হক, মুফতি আব্দুল আজিজ মজুমদার, মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা ছালাহ উদ্দীন চাঁদপুরী, ছাইয়্যেদ জাহেদ জাবেরী, ছাইয়্যেদ মাহবুব জাবেরী, মাওলানা ওবায়দুস সোবহান, মামুন সাঈদী, ক্বারী শাইখ রেজা আইনুর (তানজানিয়া) প্রমুখ।
মাহফফিল কমিটির সেক্রেটারী মুফতি ছাইয়্যেদ তাহের আহমদ জাবেরী বলেন, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর ৫ দিন ব্যাপী এ মাহফিলটি সুসম্পন্ন করতে প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণের সুযোগ করা হয়েছে। মাহফিলে দেশ-বিদেশের বরণ্যে আলেমগণ বয়ান পেশ করবেন।
0Share