বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের ফলে এ ক্রান্তিকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসের হাতে এ আর্থিক অনুদানের টাকা তুলে দেন।
উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত জেহাদী, মুক্তিযোদ্ধা মাসুদ মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা ফরহাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা ইব্রাহিম, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সোহরাব, মুুক্তিযোদ্ধা আবুল খায়ের মানিকসহ প্রমূখ। আর্থিক অনুদান গ্রহণকালে প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস বলেন, মুক্তিযোদ্ধাদের এ অনুদান জাতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আমরা সকলে যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে এ ক্রান্তিকাল অতিক্রম করা যাবে।রামগতি হাতিয়া জোন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। সকল বীরের ঐকান্তিক প্রচেষ্টার ফলে লাল সূর্য ছিনিয়ে এনেছি। তাই, দেশের এ সংকটময় মুহূর্তে আমাদের এ ক্ষুদ্র চেষ্টা।
0Share