শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির সভাপতি উদয়ন মজুমদার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃণাল নাথ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমুখ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এবার এ উপজেলায় একটি পূজা মণ্ডপ বেড়েছে, মোট ১২টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে দুর্গাপূজা উদযাপিত হয় সেই দিকে পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এ উৎসবে কেউ যাতে কোন বিশৃঙ্খলা না করে সেদিকে আমাদের নজরদারি রয়েছে।
0Share