লক্ষ্মীপুরের রামগতিতে গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মালম্বীরা। সারাদেশে প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগতি উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে গণঅনশন, গণ অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ থেকে আলেকজান্ডার বাজার সংলগ্ন মহাপ্রভু সেবাশ্রমে এসে শেষ হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নারায়ন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উদয়ন মজুমদার, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি নাথ, শ্রী শ্রী গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ কৃষ্ণান্দ দাস ব্রহ্মচারী, চরসীতা গৌরগবিন্দ আশ্রমের আহবায়ক স্বরুপ মজুমদার প্রমূখ।
সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গণঅনশন ও গণঅবস্থানে বক্তারা বলেন, এ ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা মানা যায় না। এসব ঘটনার দ্রুত বিচার করতে হবে। আমরা আর নির্যাতিত হতে চাই না। যাঁরা কোনোদিন রাস্তায় নামেননি, তাঁরা ন্যায় বিচারের দাবিতে সেই ভোর থেকে প্রতিবাদ শুরু করেছি। সাম্প্রদায়িক এসব হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডাকা গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। এসময় যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে।
0Share