লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর ব্রিজ রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে। এরআগে গত সেপ্টেম্বর মাসে জোয়ারের পানির তোড়ে বয়ারচর ব্রিজটিতে চলাচলের মাটি সরে যায়। এতেকরে ভাঙনকবলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এনিয়ে গত ৭ সেপ্টেম্বর বয়ারচর ব্রিজের দক্ষিণ পাশে মানববন্ধন করেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ওই জনগুরুত্বর্পর্ণ ব্রিজটি দিতে যাতায়াত করতে ক্রুটিপূর্ন জায়গাটি সংস্কার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ।
লক্ষ্মীপুর বাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ বলেন, ১০০ মিটার কাজ করে আপাতত ব্রিজটাকে রক্ষা করা হবে।
লক্ষ্মীপুর বাউবো’র নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বলেন, রামগতি থেকে হাতিয়া যাওয়ার একমাত্র রাস্তা হলো এই ব্রিজটি। ব্রিজটি রক্ষা করা হলে হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে। চলমান ১০০ মিটারের কাজ আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
misusaha/e-10
0Share