সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি পৌরসভার ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

রামগতি পৌরসভার ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

রামগতি পৌরসভার ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা রামগতি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে রামগতি পৌরসভা আয়োজিত সভায় এ বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পৌরসভার আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন এ বাজেট উপস্থাপন করেন। বাজেট অধিবেশনের মাধ্যমে পৌরসভার কার্যক্রম তুলে ধরে একটি স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রামগতি পৌরসভার মোট আয় ধরা হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৪৩ হাজার ৮৩১ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১০ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৬১৪ টাকা। আয়ের সাথে সঙ্গতি রেখে মোট ব্যয়ও প্রায় একই পরিমাণ ধরা হয়েছে।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, পৌর কাউন্সিলর ও সমাজসেবা কর্মকর্তা বজলুল রহমান, পৌর কাউন্সিলর ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার হোসন, উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন, আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম ও অপরূপ দাস, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও ও সামাজিক গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন বলেন, বাজেট কেবল একটি আর্থিক পরিকল্পনা নয়, এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক ও গণমুখী বাজেট।

তিনি আরও জানান, এবারের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পৌরসভার আত্মনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বাজার ইজারা ইত্যাদি নিজস্ব উৎস থেকে রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে পৌরসভাকে স্বাবলম্বী করার ওপর জোর দেওয়া হয়েছে।
সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমিয়ে পৌরসভার নিজস্ব আয়ের উৎস, যেমন-হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বাজার ইজারা ইত্যাদি থেকে রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে পৌরসভাকে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের প্রধান সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ, তদন্তে ইউপি চেয়ারম্যান

৯ জুলাই ঢাকায় প্রীতি সমাবেশ করবে লক্ষ্মীপুর ফোরাম

সাংবাদিক মিসু সাহা’র পিতার ১১তম মৃত্যু বার্ষিকী আজ

রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

রামগতিতে বলি ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com