নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭নং বসুদুহিতা ওয়ার্ডের (পূর্ব) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় প্রতাপগঞ্জ মিয়া বাড়ির বৈঠকখানায় আয়োজিত প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এই অর্থ সুবিধা ভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর থানা যুবদলের সদস্য কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ। লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল জাপান কেন্দ্রীয় সংসদের সভাপতি পদপ্রার্থী সোহাগ হোসেনের সমন্বয়য়ে গঠিত প্রবাসী ফোরামে অন্যান্যদের মধ্যে আরো ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কুয়েত আহম্মেদি প্রদেশ বিএনপির সাবেক সহ সভাপতি সামছু্দ্দিন রতন, বেলজিয়াম বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম পাপন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সৌদি প্রবাসী মোহাম্মদ হারুন, জাপান প্রবাসী ফাইয়াজ সুমন, সৌদি প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ মারুফ, ইরাক প্রবাসী মোহাম্মদ হানিফ (জুয়েল), ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও সৌদি প্রবাসী ইকবাল হোসেন সাদ্দাম, সৌদি প্রবাসী সোহাগ খান, ওমান প্রবাসী তুহিন ভূঁইয়া প্রমুখ। সংগঠন সূত্রে জানা যায়, প্রথম ধাপে বন্যার্তদের মাঝে ৫০০ টাকা করে ৮০ জনের মধ্যে ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপের কার্যক্রমও চলমান আছে বলে জানিয়েছেন আয়োজকরা।
77Share