লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ২০১৩ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা চার বার তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক জেলা বাচাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন।জানা যায়, এর আগে তিনি ২০১০, ২০১১ এবং ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক। ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে রামগতি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তার বিদ্যালয় ২০০৯ সালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে কৃতি অভীক্ষা প্রণয়নে তিনি বিষয় বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত। প্রধান শিক্ষক সেলিনা আক্তার গত বছর কেনিয়া, দুবাই এবং আফ্রিকার মালাবীতে শিক্ষা সফর করেন।
0Share