কমলনগর: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।
এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার জন্য ১ দফা দাবিও করা হয়।
শনিবার সকালে নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মহাপরিচালক মাকসুরা নুরের অপসারণ ও মহাপরিচালক হিসেবে দক্ষ, যোগ্য, বিচক্ষণ নার্সিং অফিসার নিয়োগের দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার, ওয়ার্ড ইনচার্জ কুসুম রানী পাইক।
নার্সিং সুত্রে জানা যায় , ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্সিং এর সকল কার্যক্রম পরিচালিত হতো নার্সিং সেবা পরিদপ্তরের মাধ্যমে এবং পরিচালক ছিলেন নার্সিং অফিসার।
২০১৬ সালের ১৬ ই নভেম্বর পরিদপ্তর রুপান্তরিত হয় অধিদপ্তরে, এবং মহাপরিচালক হন নন নার্সিং কর্মকর্তা।
তারা বলেন, অধিদপ্তরের ভাবনা ও উদ্দেশ্য ছিলো নার্সিং প্রফেশনের উন্নতি এবং দক্ষ ও যোগ্য নার্স গড়ে তোলা কিন্তু সেটা দুর্নীতি আর অপশক্তির কারণে আর হয়ে উঠেনি।
12Share