রামগতি:রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের হাবিব উল্যা মুন্সিবাড়ির পারিবারিক কবর থেকে মৃত আমিন উল্যার মৃতদেহটি শুক্রবার রাতে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের সায়েদ উল্যার পুত্র আমিন উল্যা বজ্রপাতে মারা যায়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে কে বা কারা কবরস্থানের মাটি খুঁড়ে ওই মৃতদেহটি চুরি করে নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা বজ্রপাতে নিহত ব্যক্তির মৃতদেহ থেকে ম্যাগনেট উদ্ধার করা যায়। ওই কারণে তার মৃতদেহ চুরি করা হয়েছে।
0Share