সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে গত ১৯ আগস্ট থেকে আসন্ন জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু হয়েছে। ২৯ আগস্ট ফরম পূরণের শেষ দিন। একটি সূত্রে জানা গেছে,১ নভেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষায় প্রায় চার-পাঁচ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। ফরম ফিলাপের শুরুতে সদর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় প্রধান শিক্ষকরা নিয়ম বহির্ভূতভাবে ছাত্রছাত্রীর নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করে নিজের পকেট ভারী করছে। এ কারণে দরিদ্র ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন। বোর্ড কর্তৃক প্রতিটি বিদ্যালয়ে ফরম পূরণের নির্দেশনামূলক পত্রে বোর্ড এবং কেন্দ্র ফি সহ ২২০ টাকা হারে প্রতি ছাত্রছাত্রীর নিকট থেকে গ্রহণ করে ফরম পূরণ করার কথা থাকলেও সরেজমিন মান্দারী উচ্চ বিদ্যালয় ২৭০ টাকা, দিঘলী উচ্চ বিদ্যালয় ২৫০ টাকা, হোসেনপুর উচ্চ বিদ্যালয় ৩৭০ টাকা, ভবাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় ৪০০ টাকা, ধর্মপুর উচ্চ বিদ্যালয় ৩৩০ টাকা মান্দারী ফাজিল মাদরাসাসহ আশ পাশের অন্যান্য মাদরাসা সমূহে ৪০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে । প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত টাকা নেয়ার সত্যতা পাওয়া গেছে। অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা স্বীকার করে শিক্ষকরা জানান, বোর্ডে যাতায়াতসহ অনলাইনে ফরম পূরণ করতে এবং তার জন্য অতিরিক্ত খরচ এ ছাড়াও বিদ্যালয়ের উন্নয়নসহ বিবিধ খরচের অজুহাত দেখানো হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে বোর্ড থেকে কোনো নির্দেশনা আমাদের দেয়া হয়নি। তবে বিধিবহির্ভূত টাকা আদায়ের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
0Share