সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

নিজাম উদ্দিন: লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়াতে বন্যার্ত এলাকার পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়৷

শুক্রবার সকালে দত্তপাড়া ইউনিয়নের উত্তর বড়ালিয়া-গঙ্গাশিবপুর নূরানী তালিমুল কোরআন মডেল মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ শোয়েব হোসেন, ডাঃ শ্রাবণী চক্রবর্তী ও ডাঃ সাজিদ হোসেন অনিম।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভার্চুয়ালী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিজান, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবের হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।

উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক কচি পাটওয়ারী, ফয়সাল আহমেদ, নাজমুল, ফাহাদ, সালমান, ফখরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিজান ও এলাকাবাসীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। চলবে বিকেল পর্যন্ত। তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এসব রোগীদের মাঝে ১৭ প্রকার প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হচ্ছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা পাচ্ছে।

আয়োজক কমিটির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি মিরাজ হোসাইন বলেন, লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকা। বন্যার পানি নামার পর বন্যার্ত লোকজনের মাঝে নানা রোগবালাই দেখা দিয়েছে। বিশেষ করে চর্ম রোগে ভূগছে লোকজন। অনেক স্বল্প আয়ের মানুষ অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আবার ওষুধ কিনতেও হিমশিম খেতে হয়। তাই দরিদ্র রোগীদের পাশে আমরা দাঁড়িয়েছি।

স্বাস্থ্য আরও সংবাদ

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতিতে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের উদ্বোধন

রায়পুরের সেই ডাক্তারের লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

রামগতিতে পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com