সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল' : আবুল খায়ের ভুঁইয়া

‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’ : আবুল খায়ের ভুঁইয়া

‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’ : আবুল খায়ের ভুঁইয়া

নিজাম উদ্দিন  | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, ১৯৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে (বাংলাদেশ) আশ্রয় দিলে তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হবে।

কিন্তু ভারত সেদিন ভাবেনি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে তাদের কথামতো উঠবে-বসবে তা কখনো সম্ভবপর হবে না। আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হবো না। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,

ভারত যদি সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো একটি বিশেষ দল, বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো পরিবর্ধন হবে না। তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান। এরপরও বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ বিজয়কে ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। যতক্ষণ না এ তত্ত্বাবধায়ক সরকার একটি রোড ম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থানান্তর করবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। হাসিনা ও তার দোসররা কিন্তু বসে নেই। বিদেশে বসে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দেশকে নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশি-বিদেশি একটি মহল বাংলাদেশের এ অর্জনকে সহজভাবে মেনে নিতে চায় না।

রায়পুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, রায়পুর উপজেলার বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিকুর রহমান ভুঁইয়া প্রমুখ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না’ : লক্ষ্মীপুরে অধ্যাপক মুজিবুর রহমান

‘৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল’ : আবুল খায়ের ভুঁইয়া

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাব-পুলিশ কর্মকর্তার নামে লক্ষ্মীপুর আদালতে মামলা

অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক: লক্ষ্মীপুরে এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com