সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না’ : লক্ষ্মীপুরে অধ্যাপক মুজিবুর রহমান

স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না’ : লক্ষ্মীপুরে অধ্যাপক মুজিবুর রহমান

স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না’ : লক্ষ্মীপুরে অধ্যাপক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

১৮ কোটি মানুষ ঐক্য থাকলে দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না। প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। সেজন্য দলমত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে না।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান । 

তিনি বলেন, একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো। সেই সোনালী আঁশ পরবর্তী সময়ে গলার ফাঁসে পরিণত হয়েছে। এটা করেছিল সেই সরকার, যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল। ৭১ সালে স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটেছে পরাধীনতা। এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয়। ওই পরাধীনতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকারের স্বাদ ফিরিয়ে আনার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট পরিণত হয়েছে। মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেতে পেরেছে। এই স্বাধীনতাকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামীকে আপনারা যদি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আপনাকে ব্যবসার জন্য, তরকারি বিক্রির জন্য, রিকশা-ভ্যান কেনার জন্যে মানুষের কাছে যেতে হবে না। জাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে জামায়াত ইসলামী সকল মানুষের অধিকার নিশ্চিত করবে।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন নুরনবী ও সহ-সাধারণ সম্পাদক মহসিন কবীর মুরাদ প্রমুখ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

হাজিরহাট উপকূল কলেজ ছাত্রদলের সভাপতি তামিম সম্পাদক শিপন

ওয়ার্ড থেকে জেলা; তৃণমূলের ভোটেই এবার নির্বাচিত হবে লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার: এ্যানি

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদকে কারণ দর্শানো নোটিশ

লক্ষ্মীপুরে যুবদলের ১১ শাখার নতুন কমিটি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com