নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। শনিবার (১১ জানুয়ারি) সকালে উত্তর তেমূহনী এলাকা থেকে লিফলেট কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১১ টায় কমলনগর মুন্সিরহাট থেকে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন।
এদিকে একই কর্মসূচী পালন করছে কমলনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।১৫ জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
লিফলেট বিতরণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
0Share