সানা উল্লাহ সানু: এবার সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠন করা হবে লক্ষ্মীপুর জেলা বিএনপির সবগুলো ইউনিটের কমিটি। ইতোমধ্যে ভোটের মাধ্যমে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং উপজেলা পর্যায়ের বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ে সকল কমিটি গঠিত হবে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান বলেন,
গত ১২ মে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং লাহারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে সর্ব প্রথম বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়। বর্তমানে জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ থানা এবং বিভিন্ন পৌরসভায় ভোটের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় বিএনপির ওয়ার্ড কমিটির ভোট হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে তোরাবগঞ্জ ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ড কমিটির ভোট চলছে। দলীয় সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক পদে ৩টি ওয়ার্ডে ২১ জন প্রার্থী প্রতিদ্ধীতা করেন। একেন্দ্রে ৬৮৫ জন ভোটার থাকলেও বিপুল সংখ্যক দর্শনার্থীরা ভোটার দেখার জন্য ভীড় করে। এসময় বিপুল সংখ্যক নারী ভোটার চোখে পড়ে।
বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন বলেন, ভোটের মাধ্যমে কমিটি গঠনের কারণে গ্রুপিং এবং লবিং পুরোপুরি বন্ধ হয়ে গেছে । এতে দলীয় নেতাকর্মীদের মাঝে ভাতৃত্ব তৈরি হচ্ছে। দল সুসংগঠিত হচ্ছে।
কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম কাদের বলেন,
ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভোটার তালিকা প্রণয়ন, নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার এবং প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে তারা বেশ খুশি। এতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মুল্যায়ন বাড়বে বলে ধারণা করছেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান জানান, চলতি বছরের জুনের মধ্যে লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভার সকল ওয়ার্ড এবং এসব ইউনিয়ন ও পৌরসভার কমিটি গঠন শেষ হবে।
অপর দিকে জুলাই মাসে মধ্যে লক্ষ্মীপুর সদর পূর্ব, লক্ষ্মীপুর সদর পশ্চিম, রামগঞ্জ, রায়পুর, রামগতি, কমলনগর এবং চন্দ্রগঞ্জ থানার ৭টি ইউনিট এবং জেলা কমিটি ভোটের মাধ্যমে গঠিত হবে।
বিএনটির গঠনতন্ত্র অনুসারে জানা গেছে প্রতিটি ওয়ার্ড কমিটিতে ৫১, ইউনিয়ন ও পৌর কমিটিতে ৭১, উপজেলা কমিটিতে ১০১ এবং জেলা কমি ১৫১ সদস্য নিয়ে গঠনের বিধান রয়েছে।
প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ভোটার হতে হবে ১শ জন। তাদের ভোটে ওয়ার্ড কমিটি গঠিত হবে। ওয়ার্ড কমিটি ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করবে । এরপর ইউনিয়ন ও পৌর কমিটি উপজেলা ও থানা কমিটি গঠন করবে। আর থানা ও উপজেলা কমিটি জেলা কমিটি গঠন করবে।
বিএনপির নেতারা বলেন, ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হওয়ায় বিভিন্ন তদবির এবং দলীয় গ্রুপিং পুরোপুরি বন্ধ হয়ে কমিটি গঠ যেন উৎসবে পরিণত হয়েছে। এভাবে কমিটি গঠন হলে সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম দেশ এগিয়ে যাবে।
65Share