আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আজাহারী আজ শনিবার (২৮ ডিসেম্বর ) লক্ষ্মীপুরে আসছেন। জানা যায়, মিজানুর রহমান আজাহারী জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জের তাহেরিয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) ৫দিন ব্যাপি ৫৫তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব তাফসিরুল কোরআন মাহফিলে রাত ৯টায় তাসরিফ আনবেন।
৫দিন ব্যাপি এ ঐতিহাসিক মাহফিলের সমাপনী অধিবেশন শেষ হবে আগামিকাল ভোর ৬টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে।
বর্তমান সময়ের এ আলোচিত বক্তার আগমনের খবর শুনে জেলার ইসলামপ্রেমী মানুষদের মধ্যে এক ধরণের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তাকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। বিশেষ করে, লক্ষ্মীপুরের তরুণদের মাঝে এ বক্তার ওয়াজ শোনার বেশ আগ্রহের দেখা মিলছে।
চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ’র খতিব, আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী সাহবে’র সভাপতিত্বে, মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরীর সার্বিক তত্ত্ববধানে সর্বশেষ পঞ্চম দিবস আজ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
মাহফিলের আয়োজক সূত্র বলছে, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর নাম শুনা মাত্রই মাহফিলের প্রথম দিবসের পূর্ব থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিগণ আসা শুরু করেছে। আয়োজকদের ধারণা, এ বছর ৫ লাখেরও অধিক মুসল্লির মিলন ঘটবে এ মাহফিলে।
0Share