বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য লক্ষ্মীপুরের পৃথক স্থানে হাজারো মানুষের “খতমে শেফা” ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ার মোনাজাতে হাজারো মানুষের কান্নাররোলে আকাশবাতাস ভারী হয়েছে। বুধবার (১৮ মার্চ) ফজরের নামাজের পরপরই রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া রচিমউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান এবং কমলনগরের তোরাবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো মুসল্লিদের অংশ গ্রহনে এ খতমে শেফা ও দোয়া অনুষ্ঠিত হয়।
রায়পুরে দোয়া পরিচালনা করেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) হযরত মাওলানা ছাইয়্যেদ মো.আনোয়ার হোসাইন আল-মাদানী। কমলনগরের তোরাবগঞ্জে মোনাজাত পরিচালনা করেন, টুমচর মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানি।
উভয়স্থানের দোয়ায় বিশ্বব্যাপী করোনা আক্তান্ত থেকে মুক্তি পেতে আল্লাহ্ দরবারে দোয়া করা হয়। সাথে সাথে লক্ষ্মীপুরসহ বাংলাদেশের মানুষে যাতে আক্রান্ত না হয় সে জন্য মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। রায়পুরে দোয়ায় প্রায় অর্ধলক্ষ লোকের উপস্থতি ঘটে।
0Share