সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

সানা উল্লাহ সানু | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর @lakshmipur24

ইউরিয়া, নন ইউরিয়া সারে সরকার ভর্তুকি দিয়ে থাকে। এজন্য সরকার এই সারগুলোর দামও নির্ধারণ করে দিয়েছে। কিন্তু রবি মৌসুমের শুরুতে সংকট দেখিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। সার কেনায় বেশি টাকা ব্যয় হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। তবে বেশি দামে সার ক্রয় করলেও কোন কৃষকই জানে না, সারের সরকারি মূল্য কত? কয়েকজন কৃষকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর বাজারে সাব ডিলার হিসাবে সার বিক্রি করছেন মোঃ আবদুল মাজেদ। সারের অতিরিক্ত দামে এ বিক্রেতাও চিন্তিত। তিনি জানিয়েছেন প্রতি মৌসুমের শুরুতে হঠাৎ করে সংকট দেখিয়ে সারের দাম বেড়ে যায়। চলতি মৌসুমে গত নভেম্বর থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে সার।

মাজেদ জানান, বর্তমানে ৫০ কেজি ওজনের এক বস্তা দেশীয় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি)র দাম বেড়েছে সাড়ে ১১শ টাকার বেশি। পাইকারী বিক্রি হচ্ছে ২৫শ টাকায়। তবে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। গত বছর ৫০ কেজির মূল্য ছিল ১৩৫০ টাকা। বিএডিসির এক বস্তা টিএসপি সারে বেড়েছে ১৫০ টাকা, মিউরেট অব পটাশ (এমওপি)তে বেড়েছে ১০০ টাকা। অন্যদিকে দেশীয় ডাই অ্যামোনিয়াম ফটপেট (ড্যাপ) সারের ৫০ কেজিতে দাম বেড়েছে ৮শ ৫০ টাকা, বিএডিসির ড্যাপে দাম বেড়েছে সাড়ে চারশত টাকা। দাম বেড়েছে ইউরিয়া সারেরও।

সদর উপজেলার চর মনসা গ্রামের সবজি চাষী আবুল বারাকাত জানান, তিনি চলতি সপ্তাহে ইউরিয়া সার কিনেছেন প্রতি কেজি ৩৫ টাকা দামে, টিএসপি ৭০ টাকা প্রতি কেজি। অন্যদিকে ড্যাব সার ৩০,৪০,৫০ টাকা দামে ক্রয় করতে হয়েছে।

কৃষক বারাকাত, মোশারেফর এবং সবুজের অভিযোগ খুব নিরবেই সকল সারের দামে প্রায় ৩০-৪০ ভাগ বেড়ে গেছে। সারের দাম বৃদ্ধি নিয়ে কারো কোন মাথা ব্যথ্যা নেই। কৃষকরা বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

কৃষকদের অভিযোগ, পরিবেশকরা (ডিলার) কৃষকদের কাছে সার বিক্রি না করে অতিরিক্ত দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পরে সেই সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে।

লক্ষ্মীপুরের সারের ডিলার আক্তার এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ আরিফ জানায়, বিভিন্ন কারখানায় অগ্রিম টাকা দিয়েও সময় মতো সার উত্তোলন করা যাচ্ছে না। কিছু কিছু সারে প্রায় সংকট থাকে।

কৃষক এবং ডিলাররা সারের দাম বৃদ্ধির কথা অভিযোগ করলেও কৃষি কর্মকর্তারা দাম বৃদ্ধির কথা মানতে রাজি না।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক সোহেল মোঃ শামছুদ্দিন ফিরোজ বলেন, সারের কোন সংকট নেই। অতিরিক্ত দামে সার বিক্রির কোন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো। তিনি আরো বলেন, কৃষকরা যদি ক্যাশ মোমো দেখাতে পারে তবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে লক্ষ্মীপুরের কৃষক আবদুজ জাহের এবং খুচরা বিক্রেতা মাজেদ ও বাতেন জানান ডিলার (পরিবেশক)রা কৃষকদেরকে কোন ক্যাশ মেমো দিয়ে সার বিক্রি করে না ডিলাররা এবং বাজারে পর্যাপ্ত সার নেই।

প্রতিবেদন আরও সংবাদ

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

১৯৭০ থেকে ৫৪ বছরের ঝড়ে উপকূলে অন্তত ১২ লাখ মানুষ প্রাণ হারায়

৩ মাস পরেও সুজনের শরীরে রয়েছে ৭ বুলেট, চিকিৎসা বন্ধ

ভুলুয়া নদীর জলাবদ্ধতা নিয়ে লক্ষ্মীপুর সরব হলেও নিরব কেন নোয়াখালী ?

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com