কমলনগর:কমলনগরে মিষ্টি খেয়ে একই পরিবারের ১২জনসহ অন্তত ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। ঘটনার পর দোকানের মালিক আত্মগোপনে রয়েছে। কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারের আল মদিনা রেস্তরা থেকে মিষ্টি কিনে খাওয়ার পর তারা ডায়রিয়া আক্রান্ত হয়।
বুধবার (২২জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টা পর্যন্ত অসুস্থদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা করা হয়েছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীরা হলেন চর মার্টিন এলাকার লাল মিয়া হাজী বাড়ির বাসিন্দা হাসিনা (৩০), নাজিম (৫), মুরশিদা (৪০), সুমন (১২), মিতু (১০), মাইমুনা একই এলাকার (১৩), সেলিনা (১১), কল্পনা (৪০), রোজিনা (৩০), হারুন (৩০), নিজাম (২৫), শিমা (২৫), হাসান (৮) হাফসা (৫)।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছেন মুন্সিরহাট এলাকার শান্ত (৬), শুভ (১০), নিশাদ (১২) সুজন (৭), রিমা (১২), সাইমুন (১২) মিম (৪), শাহিন (১৫)।
মুন্সিরহাট বাজারের সানা উল্যাহ ক্লিনিকে শফিক উল্যাহ (৪৫) মারজাহান (২৫), মো. ইব্রাহীম (৩৫), আবদুল্লাহ (৫), আবদুল মান্নান (৪৫), আমেনা বেগম (৪০), ওসমান গণি (৫০), ফারজানা আক্তার (১২) আয়ুব আলী (৩৮) ও সফিকুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিকে প্রায় ৫০ জন চিকিসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে মুন্সিরহাট বাজারের আল মদিনা রেস্তরা থেকে লোকজন মিষ্টি কিনে নেন। বাড়ি গিয়ে মিষ্টি খাওয়ার পর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, মিষ্টি খেয়ে ডায়রিয়া আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। কমলনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আইন অমান্য করে পঁচাবাসি মিষ্টি বিক্রি করা হয়েছে। এ মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share