নিজস্ব প্রতিনিধি: রামগতির মেঘনা নদীতে নয় যাত্রীসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আল-আমিন রাসেল (২৫) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করলেও আটজন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মেঘনা নদীর আলেকজান্ডার লঞ্চঘাট এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ছালাউদ্দিন (৩৩) ও তার ছোট ভাই মো. হাবিব (২২) ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। তারা ভোলার দৌলতখাঁন উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার মফিজুল হকের ছেলে। উদ্ধার হওয়া যুবক আল-আমিন জানান, তার দাদির মৃত্যুর খবর শুনে চাচাতো ভাই ছালাউদ্দিন ও হাবিব শুক্রবার ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।
বিকেলে তারা আরও ৭ জনের সঙ্গে ইঞ্জিনচালিত একটি ট্রলার ভাড়া করেন। সন্ধ্যায় আলেকজান্ডার লঞ্চঘাটের অদূরে ইঞ্জিন বিকল হয়ে একটি ডুবোচরে আটকা পড়ে। রাত ১২টার দিকে তীব্র স্রোতের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও জানান, এ সময় রাসেল একটি কাঠের বস্তু পেয়ে নদীতে ভেসে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকার পৌঁছালে শনিবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আযাদ জানান, নিখোঁজ অপর আট ব্যক্তির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।
0Share