নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২৫টি ব্যবসায়িক দোকান। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের চকবাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হলে আগুনের ভয়াবহতা বাড়ে বলে জানান ফায়ার সার্ভিস।পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহাম্মেদ চৌধুরী ও আলমান নামের এক সদস্যসহ দুই জন আহত হন। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ দিকে অগ্নিকান্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকান গুলোতে আগুন ছাড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় বাজারের নাইটগার্ড স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে বলে মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দেন। পরে এসময় চর্তুদিক থেকে লোকজন ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় আর ৫টি দোকানের আংশিক ক্ষতি হয়।
0Share