রায়পুর প্রতিনিধি: রায়পুর বেঙ্গল সু ইন্ডাট্রিজ এর প্রতিষ্ঠাতা রাখালিয়া গ্রামের বাসিন্দা শিল্পপতি আলী হায়দার চৌধুরী (৮০) এবং মাতৃছায়া হাসপাতালের ডাঃ শহীদ (৩৭) আর নেই। বুধবার রাতে আলী হায়দার চৌধূরী চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে এবং একই রাতে ডাঃ শহীদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লার কান্দির পাড় এলাকার তার নিজ বাড়ীতে মারা যায়, (ইন্নালিল্লাহি…….রাজিউন।)। মরহুম আলী হায়দার চৌধুরী স্ত্রী, চার ছেলে এবং ডাঃ শহীদ স্ত্রী ও সাত মাসের একটি ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উভয় মরহুমকে বিকেলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাদের মৃত্যূতে তাদের পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ ও মাতৃছায়া হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসি।
0Share